সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই-এর পদে থাকতে পারবেন কিনা, তা স্পষ্ট হবে মঙ্গলবার। বিসিসিআই-এর সভাপতি এবং সচিবের মেয়াদবৃদ্ধির জন্য সংবিধান সংশোধন করতে চেয়েছে বোর্ড। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত বিসিসিআই-এর আবেদন শুনবে।
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং হিমা কোহলী বোর্ডের আবেদন শুনবেন। বোর্ড চায়, কুলিং অফ আইনের অবসান। বোর্ডের আবেদন গ্রাহ্য হলে রাজ্য সংস্থায় ৬ বছর হয়ে যাওয়ার পরেও দায়িত্বে থাকতে পারবেন সৌরভ এবং জয় শাহ। বোর্ডের আইনজীবী হিসাবে সওয়াল করেছেন তুষার মেহতা।
এর আগে বিচারপতি আর এম লোধার নেতৃত্বাধীন কমিটির সুপারিশ গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। তাতে বাধ্যতামূলক তিন বছরের কুলিং অফের কথা বলা হয়েছিল। এর অর্থ হল, রাজ্য সংস্থা বা বিসিসিআইতে টানা দু'বার তিন বছরের মেয়াদ পূর্ণ হলে সংশ্লিষ্ট কর্তাকে কুলিং অফে যেতে হবে। এই আইনের সংশোধন চায় বোর্ড।
আইন সংশোধনে সর্বোচ্চ আদালতের সম্মতি মিললে দায়িত্বে থাকতে পারবেন সৌরভ এবং জয় শাহ। নয়তো নতুন নির্বাচন করতে হবে।