রেস্তোরাঁ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। দেশে নয়। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে তিনি এই রেস্তোরাঁ খুলেছেন। মূলত নেদারল্যান্ডসের মানুষকে ভারতীয় খাবার এবং দেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই রায়নার এই নয়া উদ্যোগ।
সুরেশ রায়নার প্রথম প্রেম ক্রিকেট, তিনি ভারতীয় দলের অলরাউন্ডার হিসেবে পরিচিত হলেও খাদ্যরসিক হিসেবেও তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। শুধু খাওয়া - দাওয়া নয় তিনি রান্না করতেও ভালোবাসেন। এবার তাঁর সেই শখ বড় পরিণতি পেল। ইউরোপের অন্যতম সেরা শহরে খুলে ফেললেন রেস্তোরাঁ।
এই খবর নিজেই টুইট করে জানিয়েছেন রায়না। শেয়ার করেছেন নিজের রেস্তরাঁর ছবিও। নিজের পদবি ব্যবহার করে রেস্তোরাঁর নাম দিয়েছেন 'রায়না ইন্ডিয়ান রেস্তরাঁ'। ক্যাপশনে লিখেছেন, 'আমস্টারডামে রায়না ইন্ডিয়ান রেস্তরাঁ চালু করতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত।'