'শেষ ১৫ থেকে ১৮ ওভারের মধ্যে অন্তত ৪৫ থেকে ৫০টি বল খেলার চেষ্টা করো'। সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) বলল ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Team India)। ওয়ানডে-তে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ফর্ম খুব বলার মতো নয়। তবে, ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক (T-20 international match) ম্যাচে ভারতের সাত উইকেটে জয়ের নেপথ্যে সূর্যকুমারের ৪৪ বলে ৮৩ রানের ইনিংসের ইতিবাচক ভূমিকা রয়েছে।
আরও পড়ুন: সূর্যকুমার-তিলকের দুরন্ত ইনিংস, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটে জয়, সিরিজ বাঁচিয়ে রাখল ভারত
তবে, ওয়ানডেতে (ODI) তাঁর ফর্ম যে ভাল নয়, তা তিনি জানেন। তবে, তিনি নিয়মিত উন্নতি করার চেষ্টা করছেন।
'ওয়ানডেতে (ODI) আমার রানরেট (Run Rate) ভাল নয়। সেটা অস্বীকার করার কিছু নেই। সৎ হওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই নিজের পারফরম্যান্স নিয়ে সৎ থাকা খুব জরুরি বলে আমি মনে করি। তাই, সবথেকে গুরুত্বপূর্ণ হল, কীভাবে নিজের পারফরম্যান্সকে আরও উন্নত করে তুলতে পারব', বলেন সূর্যকুমার যাদব।
তিনি জানান, দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় আরও বেশি করে ওয়ানডে ম্যাচ খেলার পরামর্শ দিয়েছেন সূর্যকুমার যাদবকে।