বিশ্বকাপের বাছাই পর্বে ইউরোপিয়ান অঞ্চলের 'সি' গ্রুপে ছিল সুইজারল্যান্ড। তাদের গ্রুপে ছিল সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি। তবুও গ্রুপসেরা হয়ে সরাসরি কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় সুইসরা।
বাছাই পর্বের আট ম্যাচে সুইসদের জয় ছিল পাঁচটিতে আর ড্র করেছে তিনটি ম্যাচে। তিন ড্রয়ের মধ্যে দুটি ড্র করেছে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে। আট ম্যাচে তারা গোল হজম করে মাত্র দুটি। এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ৩৭টা ম্যাচ খেলে সুইসরা জয়লাভ করেছে ১২টিতে। হেরেছে ১৭টি ম্যাচ। যে বারোবার সুইসরা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, সেগুলিতে তাদের পারফরম্যান্স তেমন বলার মতো না হলেও, ২০২০ সালের ইউরোকাপে সমস্ত ফুটবলমোদীর হৃদয় জিতে নিয়েছিল সুইজারল্যান্ড। অতি পরাক্রমশালী ফ্রান্সকে হারিয়ে অঘটন ঘটানোর কথা ভোলেননি এখনও অনেকেই।
তবে কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় তারা। এবারের কাতার বিশ্বকাপে গ্রুপ 'জি' তে পড়েছে সুইজারল্যান্ড। তাদের গ্রুপে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, ক্যামেরুন এবং সার্বিয়া।
বিশ্বকাপের সুইজারল্যান্ড দল:
গোলরক্ষক: গ্রেগর কোবেল, ফিলিপ কুন, ইয়োনাস ওমলিন, ইয়ান সমের
ডিফেন্ডার: মানুয়েল আকনজি, ইরে জোমের্ত, নিকো এলভেদি, এদমিলসন ফের্নান্দেস, রিকার্দো রদ্রিগজ, ফাবিয়ান শার, সিলভান উইডমার
মিডফিল্ডার: মিচেল এবিশার, ক্রিস্টিয়ান ফাসনাখট, ফাবিয়ান ফ্রেই, রেমো ফ্রয়লার, আরদুন ইয়াশারি, ফাবিয়ান রিডার, জেরদান শাকিরি, জিব্রিল সো, রেনাতো স্তেফান, গ্রানিত জাকা
ফরোয়ার্ড: ব্রিল এমবোলো, নোয়া ওকাফোর, হারিস সেফেরোভিচ, রুবেন ভার্গাস।