টি২০ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ রানে হারিয়েও তৃপ্ত নন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ভারতের ব্যাটিং ব্যর্থতায় উদ্বেগে রয়েছেন 'হিটম্যান'। ঋষভ পন্থ এবং অক্ষর পটেল বাদে কেউই ব্যাট হাতে সফল নন৷ মাত্র ১১৯ রানেই থেমে যায় ভারতীয় ইনিংস। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স জয় ছিনিয়ে এনেছে। যশপ্রীত বুমরাকে নিয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক।
ম্যাচ জিতে রোহিত জানিয়েছেন, তাঁরা একেবারেই ভালো ব্যাট করতে পারেননি। বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি৷ রোহিতের কথায়, "তবে আমাদের যা বোলিং লাইন আপ রয়েছে, তা আত্মবিশ্বাস জোগানোর জন্য যথেষ্ট। বুমরা একজন জিনিয়াস৷ গোটা বিশ্বকাপটাই যেন ওকে এভাবেই পাই।"
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, তাঁরা ভালো বল করেছেন ঠিকই, কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। পর পর উইকেট পড়েছে। প্রচুর ডট বল খেলেছেন৷ প্রথম ৬ ওভারকে কাজে লাগানোর পরিকল্পনা ছিল। কিন্তু তাও হয়নি৷