রবিবার মেলবোর্নে ৩৭ বছর পর মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। আর অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথম বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে হঠাৎ করে ইডেন গার্ডেন্সের কথা মনে করলেন বিরাট।
মেলবোর্নে খেলতে নামার আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাধিক ম্যাচের বিষয়ে কথা বলেন বিরাট। তার মধ্যেই তিনি আবেগতাড়িত হয়ে পড়েন ২০১৬ সালে ইডেনে হওয়া টি-২০ ম্যাচের কথা বলতে গিয়ে।
সাক্ষাৎকারে বিরাট বলেন, 'মেলবোর্নে ম্যাচ দেখতে আসবেন ১ লক্ষ সমর্থক। শেষ বার ইডেন গার্ডেন্সে এই এমনই এক অনুভূতির সাক্ষী ছিলাম। ৯০ হাজার দর্শক এসেছিলেন খেলা দেখতে। গ্যালারিতে উপচে পড়েছিল ভিড়। মাঠে নামার সময় দেখেছিলাম সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, কপিল দেব, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তিরা দাঁড়িয়ে রয়েছেন। ওই অসাধারণ পরিবেশের কথা ভাষায় বর্ণনা করা যাবে না। যদিও ওই পরিস্থিতি উপভোগ করার আগে ম্যাচে ফোকাস করেছিলাম।'
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সফলতম ব্যাটার বিরাট কোহলি। ৯টি ম্যাচে তিনবার অপরাজিত থেকে ৪০৬ রান করেছেন। সর্বাধিক স্কোর ৭৮। তিনটি ম্যাচে তিনি ম্যান অফ দা ম্যাচও হয়েছেন। ২০১৬ সালে ইডেনের ওই টি-২০ ম্যাচেও ৩৭ বলে অপরাজিত থেকে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।