ডু ইট ফর দ্রাবিড়। বার্বেডোজের মাঠে সেটাই করে দেখাল ভারতীয় দল। বিশ্বকাপ হাতে পাওয়ার পর বিশ্ব ক্রিকেট অবাক হয়ে গেল ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের প্রতিক্রিয়া দেখে। রাতেই সোশাল মিডিয়ায় ভেসে উঠল নানা প্রতিক্রিয়া। যার নির্যাস, এই দ্রাবিড় অচেনা। এই রাহুলকে কখনও দেখা যায়নি। সেন্টার পিচে সামনেই তাঁকে ফেয়ার ওয়েল ওয়েভ জানালেন বিরাট-রোহিতরা। বিশ্বকাপ জিতেই ভারতীয় কোচের পদে শেষ হল রাহুল দ্রাবিড়ের এক বর্ণময় কেরিয়ার।
ওয়েস্ট ইন্ডিজ যেন তাঁর কাছে অভিশাপ। ১৭ বছর আগে এই ক্যারিবিয়ান মাটিতে অধিনায়ক হিসাবে এসেছিলেন রাহুল দ্রাবিড়। সেবার বিশ্বকাপকে অনেক দূর থেকে দেখেই ফিরে এসেছিল তাঁর টিম ইন্ডিয়া। কিন্তু বিরাট, রোহিত, হার্দিকরা যেন কোচ রাহুল দ্রাবিড়ের জীবনে শাপমুক্তি ঘটালেন। তাই বিরাটের হাত থেকে বিশ্বকাপটা নেওয়ার পর আবেগ আর ধরতে পারলেন ভারতীয় ক্রিকেটার দ্য ওয়াল। মনে হল আবেগের তোরেই ভেঙ্গে গেল তাঁর মনের যাবতীয় ডিফেন্স।
আমেদাবাদে বিশ্বকাপ হারের পরেই এই দলের কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন রাহুল। কিন্তু দ্রাবিড়েই আস্থা দেখিয়েছিলেন রজার বিনি, জয় শাহরা। ভারতকে বিশ্বকাপ দিয়েই কোচের পদ থেকে অবসর নিলেন তিনি।
বেহালা থেকে বার্বেডোজ, পথের হিসাবে অনেক। কিন্তু বীরেন রায় রোডের বাঁ-হাতি হয়তো বন্ধু দ্রাবিড়ের সাফল্যে সবচেয়ে বেশি উল্লসিত হবেন। কারণ, বোর্ডে তাঁর শাসনকালেই ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের কোচের নাম ছিল রাহুল শরদ দ্রাবিড়।