বিসিসিআই ইতিমধ্যেই নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে। এর মধ্যেই ভারতীয় দলের কোচ পদ নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়। জানিয়ে দিলেন, রোহিতদের হেডস্যার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপই তাঁর শেষ ম্যাচ।
কী বললেন রাহুল দ্রাবিড়?
টিম ইন্ডিয়া এখনও বিশ্বকাপ সফর শুরু করেনি। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে দ্রাবিড় জানিয়েছেন, এই বিশ্বকাপে আমি শেষবার ভারতীয় দলের দায়িত্বে থাকছি। আমি নিজের জীবনের যে পর্যায়ে রয়েছি তাতে আমার মনে হয় না আমি আর নতুন এই পদের জন্য আবেদন করব।'