টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আর দেশে পৌঁছতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তাঁর বাসভবনে গিয়েছিল ভারতীয় দল। সেখানেই দেখা গেল এক বিশেষ মুহূর্ত। ক্রিকেটার ছাড়াও এক বিশেষ অতিথির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। কে এই বিশেষ অতিথি?
আসলে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক জসপ্রীত বুমরাও দলের সঙ্গেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু তিনি একা ছিলেন না। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা ক্রীড়া সঞ্চালক সঞ্জনা গণেশন এবং তাঁদের পুত্র।
সকলকে দেখে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। কোলে তুলে নেম জুনিয়র বুমরাকে। ঠিক যেন স্নেহশিল দাদু। যে ছবি মুহূর্তেই মন কেড়েছে লক্ষ ভারতবাসীর।