বিরাট কোহলি, রোহিত শর্মার পর এবার রবীন্দ্র জাদেজা। T20 থেকে অবসর নিলেন টিম ইন্ডিয়ার এই অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্বকাপ জয়ের কয়েক ঘন্টার মধ্যেই এই সিদ্ধান্ত জানালেন জাদেজা।
ভারতের হয়ে এখনও পর্যন্ত ৭৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ৫১৫ রান আর ৫৪ টি উইকেট। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন নজর কাড়তে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে, তিনি যে মুহূর্তেই ম্যাচ ঘোরাতে পারদর্শী তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিরাট, রোহিতের অবসরের ধাক্কা সামলানোর আগেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে মলিন হল জাড্ডু ম্যাজিক।