টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের পিচ বিতর্ক। ব্যাটিং বিপর্যয়ের মুখে দক্ষিণ আফ্রিকা। ১০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে হিমশিম খেল দক্ষিণ আফ্রিকা। যদিও শেষ পর্যন্ত প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে কাবু করে চার উইকেটে ম্যাচ জিতল প্রোটিয়ারা। রবিবাসরীয় সন্ধেয় এই পিচে মাঠে নামবে ভারত-পাকিস্তান। ফলে এহেন ব্যাটিং বিপর্যয় ভারত পাক ম্যাচের আগে ফের পিচ নিয়ে প্রশ্ন তুলে দিল।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস ৯ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে। এরপর ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর সহজ জয় আসে। এই ম্যাচ জেতার কারণে ২ পয়েন্ট নিয়ে সুপার এইটে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলল প্রোটিয়ারা।