বিশ্বকাপের স্বপ্ন দেখছে আফগানিস্তান । আর সেই স্বপ্নের কাছে আরও এক ধাপ এগোলেন রশিদ খানের । পাপুয়া নিউগিনি-কে ৭ উইকেটে হারিয়ে সুপার ৮-এ জায়গা করে নিল আফগানিস্তান । গুলবাদিন নঈবের ঝোড়ো ইনিংসে উড়ে যায় পাপুয়া নিউগিনি । ৩৬ বলে ৪৯ রান করেন তিনি । এদিকে, শুক্রবার আফগানিস্তান জেতার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল নিউজিল্যান্ড ।
ম্যাচে প্রথমে ব্যাট করে ১০০ রানও তুলতে পারেনি পাপুয়া নিউ গিনি । মোট ৯৫ রান করেন তাঁরা । আফগান ফজলহক ফারুকির ঝুলিতে আসে ৩ উইকেট । ২ উইকেট নেন নবীন উল হক । ৯৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামে আফগানিস্তান । ২৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেন রশিদ খানেরা । ৭ উইকেট ম্যাচ জিতে সুপার ৮-এ আফগানরা ।
জানা গিয়েছে, সুপার ৮-এ ভারতের গ্রুপে থাকবে আফগানিস্তান । দুই দল মুখোমুখি হবে ২০ জুন । ভারতের গ্রুপের তিনটি দল হল ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া । চতুর্থ দল হিসেবে কে এই গ্রুপে জায়গা পায় সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল ।