কঠিন লড়াইয়ের পর অবশেষে বিশ্বজয়। টি-টোয়েন্টিতে বিশ্বসেরা টিম ইন্ডিয়া। জয়ের পর আবেগে ভেসে যান ভারতীয় দলের ক্রিকেটার ও অনুরাগীরা। তাঁদের মধ্যে রোহিত শর্মার আবেগ যেন আরও একটু বেশি।
জয়ের পর বার্বেডোজের নরম ঘাসে শুয়ে পড়েছিলেন রোহিত। যে মাটিতে বিশ্বজয়ী হল দেশ, তাকে মাথা নত করে কৃতজ্ঞতা জানিয়েছেন অধিনায়ক। শুধু তাই নয়। জয়ের পর পিচের দু-এক টুকরো মাটি নিজের জিভেও ঠেকিয়ে নেন হিটম্যান। এভাবেই যেন তিনি স্বাদ নিলেন বিশ্বজয়ের।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ওই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।