দু'বছর পর ত্রিপুরা থেকে বাংলায় ফিরলেন ঋদ্ধিমান সাহা। আর বাংলায় ফিরেই রঞ্জি খেলার ইচ্ছে প্রকাশ করলেন জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। এই লিগে রাশমি মেদিনীপুর উইজার্ডসের হয়ে খেলছেন। অভিমন্যু ঈশ্বরণ চোট পাওয়ায় তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন ঋদ্ধিমান সাহা।
ইডেনে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ঋদ্ধিমান সাহা। সেখানেই ঋদ্ধি বললেন, 'মাঝে দু'বছর বাংলায় ছিলাম না। এবার ফিরে এসেছি। এখানে মানিয়ে নিতে সময় লাগবে। যদি সুযোগ পাই বাংলার হয়ে ভাল খেলার চেষ্টা করব।'