মঙ্গলবার চিপকে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস।এখনও পর্যন্ত ৪বার আইপিএল খেতাব জিতলেও, গুজরাটকে একবারও হারাতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। এর আগে দুই দলই একে অপরের সঙ্গে খেলেছে ৩টি ম্যাচ। যে তিনটিতেই জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট দল। অন্যদিকে, এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের। ৫বার আইপিএল খেতাব জেতা মুম্বই ইন্ডিয়ান্স এর আগে কোনওদিন আইপিএলে হারাতে পারেনি লখনউকে।
কোয়ালিফায়ার ওয়ান এবং কোয়ালিফায়ার টু'তে আইপিএলের ইতিহাসের সফলতম দুটি দল এমন দুই দলের বিরুদ্ধে খেলতে নামছে, যারা কোনওদিন সংশ্লিষ্ট দুই দলের বিরুদ্ধে জিততে পারেনি। এই পরিসংখ্যান বদলায় কি না, তা দেখার অপেক্ষায় চেন্নাই ও মুম্বই ভক্তরা।