তিনি ২০২৩ এর আইপিএলের সবথেকে দামী ক্রিকেটার ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে, অর্থাৎ, ক্যামেরন গ্রিনকে কিনেছিল সাড়ে ১৭ কোটি টাকা দিয়ে। তার 'মর্যাদা' দিয়েছেন তিনি। দলের সবথেকে বিপদের সময় দলকে টেনে তুলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। যদিও, চলতি আইপিএলের সেরা দল হিসেবে তালিকায় মুম্বইকে রাখছেন না ক্যামেরন গ্রিন।
তাঁর মতে, ২০২৩ সালের আইপিএলের সেরা দল হল গুজরাট টাইটান্স। খেলার সবদিক বিচার করলে তাদের ছাড়া আর কাউকেই এক নম্বর ভাবাই যায় না বলে মনে করেন গ্রিন।
"ওরা টুর্নামেন্টের সেরা দল। প্রথম থেকেই। চেন্নাই সুপার কিংসের কাছে হারটুকু বাদ দিলে আর তেমনভাবে কোনও ম্যাচের তাদের রাশ কখনও আলগা হয়নি। ওদের ওপেনিং জুটি এখন দারুণ ফর্মে রয়েছে। স্পিনার যুগল রশিদ খান ও নূর আহমেদও ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। এক কথায়, গুজরাট টাইটান্স দল হিসেবে প্রায় অপ্রতিরোধ্য'।
শুক্রবার, আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স।