জিতলে জয়ী দল কোয়ালিফায়ার টু'তে খেলবে আর পরাজিত দল ঘরে ফিরে যাবে, এমন একটি মরণবাঁচন পরিস্থিতিতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। তাঁদের ব্যাটারদের ফর্মে ফিরে আসা স্বস্তিতে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্সকে। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফের একবার ২০০-র ওপর রান তাড়া করে জিতে যাওয়া যেন দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
অন্যদিকে, লড়াইটা খুব সহজ ছিল না লখনউ সুপার জায়ান্টসের পক্ষেও। মাত্র ১ রানে তাদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় পেয়েছিল তারা। তবে, লখনউ'র ক্ষেত্রে আশার খবর, তাদের স্পিনারদের ঠিক সময়ে ফর্মে ফিরে আসা। গতবাদের আইপিএলে ঠিক এই জায়গা থেকেই খালি হাতে ফিরে যেতে হয়েছিল লখনউকে। এবারে ফল বদলাতে তারা মরিয়া।
বুধবারে এই ম্যাচটি আয়োজিত হবে চিপকে।
উল্লেখ্য, এর আগে, মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ৩টি ম্যাচ খেলা হয়েছে। যার কোনওটিই জিততে পারেনি রোহিত শর্মার দল।