এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়ে শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। কোয়ালিফায়ার টু-তে লড়াই ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন ও গতবারের আইপিএল চ্যাম্পিয়নের মধ্যে। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। কোয়ালিয়াফয়ার টু-এর জয়ী ফাইনালে খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে।
যতবারই প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে, ততবারই চলতি আইপিএলে জ্বলে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স। গত মরশুমে পয়েন্ট টেবিলের একদম শেষ দল হিসেবে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। তবে, এই আইপিএলে তাদের ষষ্ঠ খেতাব জেতার জন্য লড়াইয়ে বিন্দুমাত্র জমি ছাড়েনি রোহিত শর্মা অ্যান্ড কোং।
যদিও, পরিসংখ্যান বলছে, আহমেদাবাদে হওয়া মোট ৭টি ম্যাচের মধ্যে ৪টিতে এখনও পর্যন্ত জয় পেয়েছে গুজরাট টাইটান্স। অর্থাৎ, মুম্বইয়ের জন্য লড়াই মোটেই সহজ হবে না। গুজরাটের দুর্দান্ত বোলিং লাইন-আপের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের পাওয়ার হিটাররা কীভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তা দেখার জন্যও মুখিয়ে আছেন ক্রিকেটভক্তরা।