বিশ্বকাপে জিততে গেলে আরও জোর দিতে হবে ভারতের ওপেনিং জুটির ওপর। সেমিফাইনালে যাওয়ার থেকে মাত্র একটা জয় দূরে থাকা টিম ইন্ডিয়ার উদ্দেশে বার্তা দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি। চেন্নাইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনি বলেন, ওপেনিং জুটি ভালো শুরু করলে টুর্নামেন্ট জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাবে ভারত।
"পাওয়ারপ্লে হল অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। আমার মনে হয়, ওপেনারদের শুরুটা ভালো করতেই হবে। আমরা যদি ভালো শুরু করতে পারি, তাহলে জয়ের সম্ভাবনা অবশ্যই অনেকটা বেড়ে যাবে। মনে রাখতে হবে, রান তাড়া করতে সব দলই ভালোবাসে। কেউই প্রথমে ব্যাট করতে চাইছে না এখন।" বলেন রজার বিনি।
উল্লেখ্য, চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত যে চারটি ম্যাচে খেলেছে ভারত, তার সবকটিতেই রোহিত শর্মা ও কে এল রাহুলের ওপেনিং জুটি রান তুলতে ব্যর্থ। ওপেনিং জুটিতে এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারতের সর্বোচ্চ রান ২৩। এসেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অপরদিকে, সর্বনিম্ন ৭ রান হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে।