শুধু হেরে গেলে একরকম। কিন্তু, সামান্য লড়াইটুকু পর্যন্ত দিতে না পারলে সেই হারের পর দলের জন্য শুধু দুশ্চিন্তাই নয়, লজ্জাও হয়। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে ধরাশায়ী হওয়ার পর ভারতীয় দলের ড্রেসিংরুমে তেমনই ইঙ্গিত। সেমিফাইনালে ভারতের এই লজ্জার হার বহুদিন দলের কলঙ্ক হিসেবে থেকে যাবে বলেও মত বিশেষজ্ঞদের। ম্যাচের ২৪ বল বাকি থাকতেই বাটলার ও হ্যালেজ জুটি প্রয়োজনীয় রান তুলে ফেলে।
অ্যাডিলেড ওভালে হারের পর সাংবাদিক সম্মেলনে আসা ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের গলায়ও সেই অনন্ত বিষাদের সুর। এভাবে হারার পর এখনই এই বিশ্বকাপ থেকে কোনও ইতিবাচক প্রাপ্তির কথা যে তিনি মনে করতে পারছেন না, সেই কথাও জানান দ্রাবিড়। তিনি কার্যত স্বীকার করে নেন যে, সেমিফাইনালে ক্রিকেটের সব বিভাগেই টিম ইন্ডিয়াকে একেবারে উড়িয়ে দিয়েছে জস বাটলার অ্যান্ড কোং।
যদিও, দল যে এরপর ঘুরে দাঁড়াতে পারবে না, তেমন কোনও বিশ্বাসকেও প্রশ্রয় দিতে রাজি নন দ্রাবিড়। তিনি বলেন, পরবর্তী বিশ্বকাপের এখনও দু-বছর বাকি। সুতরাং, এখনই বলা কঠিন। ওরা বছরের পর বছর অনবদ্য পারফরম্যান্স করেছে। এটা নিয়ে পরে ভাবব।