টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভারতীয় খাবারে মজলেন বিরাটরা। কড়া ডায়েটের মধ্যে থেকেই ভারতীয় খাবার কবজি ডুবিয়ে খেলেন তাঁরা। সেমিফাইনালের আগে যা বাড়তি অক্সিজেন দেবে দলকে। বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুরে বাটলার, মইন আলিদের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে অ্যাডিলেডের বিখ্যাত রেস্তোরা ব্রিটিশ রাজে ডিনার করল টিম ইন্ডিয়া। চিকেন টিক্কা কাবাব থেকে শুরু করে মটন রোগান জোশ, পালক পনির এবং ল্যাম্ব সসেজ, এই ছিল ভারতীয় ক্রিকেটারদের মেনুতে। টিরেন্সভিলের এই রেস্তোরা বিখ্যাত কন্টিনেন্টাল এবং ভারতীয় খাবারের জন্য।
বৃহস্পতিবার ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ার লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। তার আগে চাপ কাটাতে ভারতীয় দলের জন্য বাইরে ডিনারের ব্যবস্থা করা হয়। এ বারের বিশ্বকাপে খাবার নিয়ে সমস্যায় পড়েছিল টিম ইন্ডিয়া। সিডনিতে যার জেরে অনুশীলনই বাতিল করতে বাধ্য হয়েছিল ভারতীয় দল। স্বাদ বদলে তাই এ বার রেস্তোাঁয় ঢুঁ মারলেন রোহিত, বিরাটরা।