সারা তেন্ডুলকর ও শুভমন গিলের 'সম্পর্ক' নিয়ে জল্পনার শেষ নেই নেটিজেনদের মধ্যে। এবার এই গুঞ্জনে যেন 'ঘি' ঢালল সংযুক্ত আরব আমিরশাহির এক খেলোয়াড় চিরাগ সুরির করা একটি মন্তব্য। এরপর কোন ভারতীয় ক্রিকেটার বিয়ে করবেন? এক সাক্ষাৎকারে তাঁকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন এরপর শুভমন গিল বিয়ে করবেন। তাঁর কথায়, 'ওঁর তো সারা নামের এক প্রেমিকাও রয়েছে। সচিন তেন্ডুলকরের মেয়ে'। জানা গিয়েছে, চিরাগ সুরির এই মন্তব্যের পর তাঁকে ইনস্টাগ্রাম থেকে 'আনফলো' করে দিয়েছেন শুভমন গিল।
উল্লেখ্য,ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৮ রানের জন্য শতরান মিস করেন শুভমন। তিনি প্যাভিলিয়নে ফেরার সময় ভিআইপি বক্সে হাততালি দিতে দেখা যায় সারা তেন্ডুলকরকে। উঠে দাঁড়িয়ে সম্ভাষণও করেন তিনি।