ক্রিকেটের নায়ককে বাঁচিয়ে জীবনের নায়ক হয়ে উঠলেন এক সাধারণ বাস ড্রাইভার। সুশীল কুমার নামের ওই চালক না থাকলে ঋষভ পন্থের পরিণতি আরও ভয়াবহ হতে পারত বলে মনে করছেন অনেকেই। শুক্রবার এক দুর্ঘটনার সম্মুখীন হয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। জখম পন্থকে উদ্ধার করে ঠিক সময়ে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছিলেন সুশীল।
চোখের সামনে ডিভাইডারে ধাক্কা মেরেছিল প্রচণ্ড স্পিডে থাকা গাড়িটি। তা দেখে নিজের বাস ফেলে ছুটে গিয়েছিলেন। ততক্ষণে জ্বলে উঠেছে সেই মার্সিডিজ গাড়ি, আর চার চালক জানলা দিয়ে বার করেছেন নিজের রক্তাক্ত শরীরের খানিকটা অংশ। এই দৃশ্য দেখেই আর একটুও দেরি করেননি ওই বাসচালক।
এই অসামান্য মানবিক তৎপরতার জন্য পানিপথের বাস ডিপোতে সম্মান জানানো হল সুশীল কুমার ও তাঁর বাসের কন্ডাক্টর পরমজিতকে। দেওয়া হল অর্থও। তবে, মজার ব্যাপার, সুশীল এই গোটা কাজটাই করেছিলেন নিজের মানবিকতার জায়গা থেকেই। ঘটনার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, পন্থকে চিনতেনই না তিনি!
তবে, তিনি চিনলেও তাঁর বাসের বাকি যাত্রীরা ঋষভ পন্থকে চিনতে পেরেছিলেন। এর পরে ঋষভকে গাড়ি থেকে বার করে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন ওই চালক। পন্থের গাড়ি থেকে একটি ব্যাগও খুঁজে বার করেন, যাতে বেশ কিছু নগদ টাকা ছিল। পরে সেটি তিনি তারকা ক্রিকেটারের হাতেই তুলে দেন।