নারী-পুরুষের বৈষম্য মুছতে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল বিসিসিআই।এবার স্মৃতি মন্ধনা ও বিরাট কোহলি, কিংবা রোহিত শর্মা বা হরমনপ্রীত কউররা সমান ম্যাচ ফি পেতে চলেছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই কথা জানিয়েছেন বিসিসিআই বোর্ড সচিব জয় শাহ।
বৃহস্পতিবার ভাইফোঁটার দিন সকালে বিসিসিআই জানিয়ে দিল, ম্যাচ ফি-র ক্ষেত্রে আর মহিলা-পুরুষ ফারাক থাকবে না। সবাই একই হারে ম্যাচ ফি পাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড এদিন জানিয়েছে, “মহিলা ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের মতোই ম্যাচ ফি পাবেন। অর্থাৎ টেস্ট ম্যাচের জন্য ম্যাচ ফি পাবেন ১৫ লক্ষ টাকা। একদিনের ক্রিকেটের জন্য ম্যাচ ফি পাবেন ৬ লক্ষ টাকা। টি-টোয়েন্টির জন্য ম্যাচ ফি পাবেন ৩ লক্ষ টাকা।”
উল্লেখ্য, বোর্ডের চুক্তি অনুযায়ী, টেস্ট ম্যাচ খেলার জন্য পুরুষ ক্রিকেটাররা পান ১৫ লক্ষ টাকা করে। ওয়ানডে ক্রিকেটে ম্যাচ ফি ৬ লক্ষ। আর টি-২০ ক্রিকেটে ম্যাচ পিছু তাঁরা পান ৩ লক্ষ টাকা করে। মেয়েরা এতদিন এর চেয়ে অনেকটাই কম ম্যাচ ফি পেতেন। এবার থেকে তাঁরাও এই হারেই ম্যাচ ফি পাবেন। যদিও মোট চুক্তির পরিমাণে এখনও বিরাট বৈষম্য রয়ে গিয়েছে।