তিনি মহেন্দ্র সিং ধোনি (Mahendra singh Dhoni)। তাঁকে ২২ গজে দেখার অপেক্ষায় থাকেন সমস্ত ক্রিকেট প্রেমীরাই। IPL-সেই স্বপ্নপূরণের ক্ষণ। ক্যাপ্টেন্সি ছেড়েছেন, তবুও CSK এর সমর্থকেরা ধোনির ব্যাটিং দেখার জন্যই মাঠ ভরান। হাঁটুতে চোট নিয়েই এবার IPL খেলছেন মাহি। শুক্রবার লখনউয়ের বিরুদ্ধে ২২ গজে নামবে চেন্নাই। তার আগে, লখনউয়ের পথ ঘাট ভরল ধোনিকে নিয়ে হোর্ডিংয়ে। তাতে লেখা নানাবিধ আবদার।
IPL 2024: LSG vs CSK Preview: একানা স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি লখনউ ও চেন্নাই, জিততে মরিয়া দুই দলই
সেসব হোর্ডিং ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে লখনউ সমর্থকেরা পড়েছেন বেজায় বিপাকে। প্রিয় ক্রিকেটার খেলছেন প্রতিপক্ষ দলের হয়ে। লখনউ সমর্থক হয়েও, ধোনির শেখ বলে ৬ দেখার লোভ সামলাতেও পারছেন না তারা। তাই হোর্ডিংয়ে স্পষ্টতই লেখা হয়েছে, আমরা চাই ধোনি ভাল খেলুন কিন্তু ম্যাচ জিতে যাক LSG। আরেকটি হোর্ডিংয়ে আবার দাবি, ধোনি শেষ বলে ৬ মারুন, কিন্তু যখন চেন্নাইয়ের ১২ রান বাকি।