দিল্লিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে একের পর এক বিতর্ক । ম্যাথেউজের টাইমড আউট নিয়ে তো চর্চা চলছেই । তার মধ্যে জানা গেল, ওই ম্যাচে আরও এমন তিনটে ঘটনা ঘটেছে, যা চোখ এড়ায়নি কারও । নেটিজেনদের একাংশ মনে করছেন, বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটা যেন পুরোটাই ড্রামাটিক ছিল, বিতর্কে ভরপুর ছিল । কী সেই তিন ঘটনা ? জেনে নিন
প্রথমত, বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত এবং শ্রীলঙ্কার সাদিরা সমরবিক্রমকে মাঠের মধ্যে তর্ক নজর এড়ায়নি । দ্বিতীয়ত, অ্যাঞ্জেলো টাইমড আউট হওয়ার পর থেকেই ক্ষোভ তৈরি হয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে । তার মধ্যে লিটন দাসের বারবার পেশিতে টানা লাগা, মাঠে বারবার ফিজিও আসা, বিরক্ত বোধ করছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা । আম্পায়ার মারিয়াস ইরাসমাসের সঙ্গে বারবার কথা বলছিলেন, সময়ের কথা মনে করিয়ে দিচ্ছিলেন তাঁরা ।
সবশেষে আরও একটা ঘটনার উল্লেখ করতেই হবে, যেটা হল ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে হাত মেলাননি । যা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট মহলে ।