সোমবারই কলকাতা পা রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ । ওইদিন কোনও অনুষ্ঠান না রাখলেও, মঙ্গলে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর । এদিন, দুপুর ১২টা নাগাদ মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানেই বিশেষ কিছু শর্তে মার্তিনেজের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন তাঁর অনুরাগীরা । তারপর মোহনবাগান তাঁবুতে যাবেন মেসিদের দলের গোলরক্ষক। মোহনবাগানের পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধন করবেন । সেখানে মার্তিনেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে । মোহনবাগান রত্ন স্মারকও তুলে দেওয়া হবে তাঁকে ।
উল্লেখ্য, সোমবারই বাংলাদেশ হয়ে কলকাতা এসে পৌঁছন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এদিন, দমদম বিমানবন্দরে উপচে পড়ছিল ভিড় । ফুটবল তারকাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো । মার্টিনেজ বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে যান । মঙ্গলবার থেকে তাঁর কলকাতা সফর শুরু ।
বুধবারও কিছু অনুষ্ঠান রয়েছে মার্টিনেজের । এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তিনি । জানা গিয়েছে, বুধের সকাল ১১টা ৪৫ নাগাদ সন্তোষ মিত্র স্কয়্যারে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে মার্টিনেজকে । এরপর বাংলার বিভিন্ন ক্লাবের জুনিয়র ও সাব জুনিয়র পর্যায়ের গোলকিপারদের সঙ্গে কথা বলবেন তিনি । ওইদিনই সুজিত বোসের ক্লাব শ্রীভূমি এবং রিষড়ার যাওয়ার কথা রয়েছে তাঁর।