ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক কার্যত ধ্বসংসস্তূপে পরিণত হয়েছে। দেশের বিভিন্নপ্রান্ত থেকে ক্রমাগত আসছে মৃত্যু-সংবাদ। তার মধ্যেই তুরস্কের এক ফুটবলার মৃত্যুর কথা সরকারিভাবে জানাল তাঁর ক্লাব। জানা গিয়েছে, আহমেদ ইয়ুপ তুর্কাস্লান নামে তুরস্কের ওই গোলকিপার খেলতেন ইয়েনি মালাতিয়াসপোর ক্লাবের হয়ে। সোমবারে ভূমিকম্পে প্রাণ হারান তিনিও।
তাঁর ক্লাবের পক্ষ থেকে টুইটারে একটি পোস্ট দিয়ে জানানো হয়, "আমাদের গোলকিপার আহমেদ ইয়ুপ তুর্কাস্লান বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি"।
উল্লেখ্য, ২৮ বছর বয়সী এই তরুণ গোলকিপার ২০২১-এ এই ক্লাবে যোগ দেওয়ার পর মোট ৬'টি ম্যাচ খেলেছিলেন।