তাসখন্দ এবং নয়াদিল্লিতে আয়োজিত হতে চলা বিশ্ব পুরুষ ও মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিল ইউক্রেন। ইউক্রেনের বক্সিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ওলেগ ইলচেঙ্কো এই সিদ্ধান্তের সত্যতার কথা স্বীকার করে জানান, আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের সর্বোচ্চ পদে রাশিয়ার উমর ক্রেমলেভ থাকাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কমবেশি ৯'টি দেশ এই প্রতিযোগিতা থেকে নিজেদের নাম তুলে নিয়েছে।
উল্লেখ্য, পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে আগামী মে মাসে উজবেকিস্তানের তাসখন্দে। অন্যদিকে, বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ চলতি বছরের মার্চ মাসে আয়োজিত হতে চলেছে ভারতে। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর আগে, গত বছর ইউক্রেনের ওপর হামলার জন্য রাশিয়া ও বেলারুশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।