বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় পরাজয়ের পর পেরিয়ে গিয়েছে একটা গোটা মাস। তারপরেও আক্ষেপ যাচ্ছে না, বিশ্বকাপে ভারতের সফলতম বোলার মহম্মদ শামির। শুধু তাই নয়, ওই হারের কারণ হিসেবে কোনও সন্তোষজনক ব্যাখ্যাও তিনি এখনও খুঁজে পাননি বলে জানান শামি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, ফাইনালে নিজেদের একশো শতাংশ দিয়েও ম্যাচটা জেতা যায়নি। কীভাবে এবং কোথায় ভুল হয়ে গেল, তার কোনও ব্যাখ্যাই নেই তাঁর কাছে।
এর আগেও তিনি এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। সেই সময় তিনি অনেকে বলছিল, আমরা ভুল পিচ বেছেছি। অনেকে বলছিল, আরও বেশি রান করতে হত। যার যা মনে হচ্ছিল বলছিল। কিন্তু তারা তো কেউ মাঠে নেমে খেলেনি। আমরা খেলেছি। একটা দল হিসাবে খেলেছি। কিন্তু কয়েক ঘণ্টায় সব বদলে গিয়েছিল।