চলতি বছরেই ক্রীড়াজগতের অতি গুরত্বপূর্ণ দুটি ইভেন্ট হওয়ার কথা রয়েছে। কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) আর এশিয়ান গেমস (Asian Games 2022)। গত বছর অলিম্পিকে (Olympics) ওই প্রতিযোগিতার ইতিহাসে ভারতের সর্বাধিক পদক জেতার কৃতিত্বটিকে মাথায় রেখেই এই বাজেটে (Union Budget 2022) ক্রীড়াখাতে (Sports budget) বরাদ্দ বাড়ানো হল বেশ খানিকটা।
২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2022) ক্রীড়াক্ষেত্রের জন্য বরাদ্দের পরিমাণ বাড়ানো হল ৩০০ কোটি টাকারও বেশি। মঙ্গলবার সংসদে বাজেট পেশের সময় এই কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।
আরও পড়ুন: অনলাইন শিক্ষাই ভবিষ্যৎ! ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা অর্থমন্ত্রীর
২০২১-২২ আর্থিকবর্ষে (Union Budget 2021) ক্রীড়াক্ষেত্রের জন্য বরাদ্দ করা হয়েছিল মোট ২৭৫২.০২ কোটি টাকা। এবারের বাজেটে (Union Budget 2022) সেই অঙ্কটি বেড়ে হল মোট ৩০৬২.৬০ কোটি টাকা। যা ভারতের ক্রীড়া বাজেটের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক।
জাতীয় যুব উন্নয়ন প্রকল্পতে বরাদ্দ বাড়ানো হল অনেকটাই। যুব উন্নয়ন প্রকল্পে গত বছরের ১০৮ কোটি থেকে বরাদ্দ বেড়ে হল ১৩৮ কোটি টাকা। বরাদ্দ বাড়ানো হল খেলো ইন্ডিয়ার (Khelo India) জন্যও।