উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছাকাছি থেকেও হার গুজরাত জায়ান্টসের। কিন্তু শেষ ওভারে ১৯ রান তুলে জয় ছিনিয়ে নিল উত্তরপ্রদেশ।
প্রথমে ব্যাট করে গুজরাত তোলে ১৬৯ রান। সেই রান তাড়া করতে নেমে শেষ ওভারে উত্তরপ্রদেশের প্রয়োজন ছিল ১৯ রান। শেষ ওভারের প্রথম বলটাতেই ছক্কা হাঁকান গ্রেস হ্যারিস। ম্যাচে ফিরিয়ে আনেন দলকে।
ব্যাট হাতে গুজরাতের হয়ে ৪৬ রান করেচন হারলিন। বল হাতে পাঁচ উইকেট নেন কিম গার্থ। ২৬ বলে ৫৯ রান করে ম্যাচ জেতান গ্রেস। উত্তরপ্রদেশের হয়ে হাফ সেঞ্চুরি করেন কিরণ নবগীরে (৫৩)। শেষ বেলায় গ্রেসকে সঙ্গ দেওয়া একলেস্টন ১২ বলে ২২ রান করেন। বল হাতেও দু’টি উইকেট নেন একলেস্টন। সেই দাপটে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরে গেল গুজরাত।
Higher Secondary 2023: উচ্চমাধ্যমিকের দিনগুলিতে ছুটি নেই শিক্ষক, শিক্ষাকর্মীদের, জানাল সংসদ