কোপা আমেরিকায় গ্রুপ B এর ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলা। ওই ম্যাচে ২-১ গোলে ইকুয়েডর-কে হারিয়ে দেয় ফের্নান্দো বাতিস্তার দল। ভেনেজুয়েলার হয়ে দুটি গোল করেন জন্ডার ক্যাডিজ এবং এডওয়ার্ড বেলো। অন্যদিকে ইকুয়েডরের হয়ে গোল করেন জেরেমি সারমিনেতো।
ম্যাচ শুরুর ৪০ মিনিটের মাথায় গোল করে ইকুয়েডর। যদিও তখনও পর্যন্ত কোনও বল জালে জড়াতে পারেনি ভেনেজুয়েলার খেলোয়াড়রা। তারপর ৬৪ মিনিটর মাথায় ১৫ গজ দূর থেকে ওয়ান টাচ শট করে ভেনেজুয়েলার হয়ে প্রথম গোল করেন ক্যাডিজ। এবং দ্বিতীয় গোলটি হয় ৭৪ মিনিটের মাথায়।
Read More- ইউরো কাপে ইতিহাসের সামনে স্কটল্যান্ড, জিতেই শেষ করতে চাইছে হাঙ্গেরি
খেলার শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন ভেনেজুয়েলার কোচ ফের্নাদো বাতিস্তা। ম্যাচ শুরুর আগে তিনি জানিয়েছিলেন, ইকুয়েডর যে প্রস্তুতিই নিক না কেন তাঁর দলের খেলোয়াড়রা তৈরি রয়েছেন। ম্যাচের প্রথম থেকেই ইকুইডরকে যে বেগ পেতে হতে তা আগেই জানিয়ে দিয়েছিলেন।