বিনেশ ফোগত ফিরলেন বেশ অনেক মাস পরে। এবং, ফিরেই জয় করলেন! জয়পুরের সিনিয়র জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৫৫ কেজিতে দু'বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকজয়ী হারালেন জ্যোতিকে।
২০২৩ সালে অগস্টে হাঁটুর অস্ত্রোপচারের পর ডিসেম্বর অবধি খেলার বাইরে ছিলেন তিনি।
উল্লেখ্য, ২৯ বছর বয়সী বিনেশ ফোগত জাতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ার সঙ্গে।
শুধু অবশ্য বিনেশ ফোগতই নন। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে পদকজয়ী অনশু মালিক ৫৯ কেজি বিভাগে সরিতা মোরকে হারিয়ে জয়ী হন ফাইনালে।