মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ খেলে ভারতকে জিতিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু বিদেশের মাটিতে কোহলির সঙ্গে উপস্থিত ছিলেন না অনুষ্কা শর্মা। কারণ কোহলি যখন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। অনুষ্কা তখন কলকাতায় ঝুলন গোস্বামীর বায়োপিক শুট করতে ব্যস্ত রয়েছেন। তাই ম্যাচ জেতার পর নিজের খুশি ভাগ করে নিতে মেলবোর্ন থেকে সুদূর কলকাতায় ফোন করলেন কোহলি।
রবিবার ড্রেসিং রুম থেকেই অনুষ্কা শর্মাকে ফোন করেন কোহলি। ম্যাচের পর সঞ্চালক নাতালি মিডোজ়ের প্রশ্নের উত্তরে একথা নিজেই জানান তিনি। বিরাটের ফোন পেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুষ্কা। শুভেচ্ছা জানান কোহলিকে। বলেন, তাঁকে নিয়ে বাইরে কী পরিমাণ হইচই চলছে। আর তারপরেই নিজের সোশ্যাল মিডিয়ায় লম্বা চওড়া পোস্ট করে আবেগে ভাসেন অভিনেত্রী।
২০১৫সালে বিশ্বকাপে স্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে খারাপ ভাবে হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচে কোহলি মাত্র এক রান করে আউট হয়েছিলেন। তখনও অনুষ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেননি তিনি। কিন্তু সকলের আক্রমণের মুখে পড়তে হয়েছিল অনুষ্কাকে। সেই অস্ট্রেলিয়ার মাটিতেই রবিবার ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন বিরাট। এদিন বিরাটের সঙ্গে সঙ্গে ভারত জেতার পর অনুষ্কাকেও প্রশংসায় ভরিয়ে দেন সকলে।