২২ গজের ওপর ব্যাট বল হাতে নিলেই তাঁরা চির প্রতিদ্বন্দ্বী। ভারত এবং পাক ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং বাবর আজম (Babar Azam)। এশিয়া কাপে (Asia Cup) খুব শিগগির মুখোমুখি হতে চলেছে তাঁদের দল। প্রস্তুতি চলাকালীন কে বলবে, তাঁদের ম্যাচ যেন অলিখিত যুদ্ধের দিন। বিরাট-বাবরের প্র্যাকটিস চলাকালীন তাঁরা বন্ধুই। সেই বন্ধুত্বেরই মিষ্টি ছবি শেয়ার করল বিসিসিআই (BCCI)!
ম্যাচ শুরু হলে জেতার জন্য খেলা, কিন্তু তার আগে পরে তাঁদের বন্ধুত্ব অটুট। গত টি ২০ বিশ্বকাপেও সেই বন্ধুত্বের সাক্ষী থেকেছে ক্রিকেট দুনিয়া। এটাই বোধহয় স্পোর্টসম্যান স্পিরিট। কাঁটাতার দেশ আলাদা করে, আলাদা করে দল। কিন্তু তাঁদের প্রেম যে ক্রিকেট, দুজনেরই! সেখানে দল নেই, দলাদলি নেই। আছে শুধুই খেলতে নামা, খেলার জন্য খেলা, যা আসলে জীবনেরই আরেক নাম।
Virat Kohli Breaks Silence: 'আরও পরিশ্রম করতে হবে', এশিয়া কাপের আগে কেন এমন বললেন বিরাট কোহলি!