T20 ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১১ হাজার রান করলেন বিরাট কোহলি। রবিবার গুয়াহাটিতে দ্বিতীয় T20 ম্যাচ ১৬ রানে জিতে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচেই এই রেকর্ড গড়েন বিরাট।
রবিবার বিরাটের ব্যাট থেকে ২৮ বলে ৪৯ রানের ইনিংস। এরপরই এই রেকর্ড গড়েন তিনি। T20 ক্রিকেটে রানের নিরিখে বিরাটের পরেই আছেন কাইরন পোলার্ড, ক্রিস গেইল ও শোয়েব মালিক। T20 ক্রিকেটে এখনও পর্যন্ত ১১,০৩০ রান করেছেন বিরাট।
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপের জার্সি প্রকাশ বাংলাদেশের, সুন্দরবন-জামদানির ঐতিহ্যে চমক শাকিবদের
দীর্ঘদিন ব্যাটে রান পাচ্ছিলেন না বিরাট। T20 বিশ্বকাপে ফর্মে ফিরবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল। কিন্তু বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে রানে ফেরায় এবার নিশ্চিন্ত বোর্ড। অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপে বড় রানের অপেক্ষায় বিরাট।