প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির মুকুটে এবার নতুন পালক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলার জন্য অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন কিং কোহলি। পুরনো ছন্দে ফেরার জন্য আইসিসির প্লেয়ার অফ দ্যা মান্থে সকলকে পিছনে ফেলে সেরা ক্রিকেটার হিসেবে তালিকার শীর্ষে থাকলেন বিরাট কোহলি।
অক্টোবর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি ম্যাচে ২২০ রান করেছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই রানের দাপট দেখিয়েছিলেন তিনি। একাই দলকে জিতিয়েছিলেন। এর পরে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের বিরুদ্ধেও ভাল খেলেন তিনি।
বিরাটির সঙ্গে সেরা ক্রিকেটারের এই দৌড়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ডেভিড মিলার ও জিম্বাবোয়ের তারকা সিকান্দার রাজা। অক্টোবর মাসে প্রত্যেকেই ভাল ফর্মে থাকলেও সকলকে টপকে আইসিসির সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
এই প্রতিযোগিতায় আইসিসির হল অফ ফেমের অন্তর্গত ক্রিকেটার প্রাক্তন জাতীয় ক্রিকেটার, সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সমর্থকদের ভোট দান করেন। সেই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। আইসিসির এই পুরস্কার দলের সতীর্থদের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা জানিয়েছেন বিরাট। এছাড়াও তিনি বলেন, 'অক্টোবরের সেরা ক্রিকেটার হতে পেরে গর্বিত। গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকরা এত ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ'।