ঘরের মাঠে টেস্ট। তাই নিজেই গাড়ি চালিয়ে বাড়ি থেকে স্টেডিয়ামে গেলেন বিরাট কোহলি। গাড়ি চালিয়ে বাড়ি থেকে স্টেডিয়ামে আসার ছবি পোস্ট করেন তিনি। বহুদিন বাদে ঘরের মাঠে খেলার সুযোগ পেয়ে স্পষ্টতই উত্তেজিত বিরাট। অরুণ জেটলি স্টেডিয়ামে লং ড্রাইভ করে এসে ভারতীয় ক্রিকেট তারকার মন্তব্য: 'বহুদিন বাদে গাড়ি চালিয়ে দিল্লির স্টেডিয়ামে। ভীষণ নস্ট্যালজিক লাগছে'। এমনিতে মুম্বইয়েই থাকেন কোহলি। কিন্তু দিল্লিতেও তাঁর একটি বাড়ি রয়েছে, যেখানে মা এবং পরিবারের বাকি সদস্যরা থাকেন। সমর্থকদের ধারণা, সেই বাড়ি থেকেই অনুশীলনে এসেছেন কোহলি।
উল্লেখ্য, দিল্লির স্টেডিয়ামে ৩ টেস্টে ৪৬৭ রান করেছেন বিরাট কোহলি। দিল্লিতে ছোট থেকে খেলেছেন তিনি। ২০১৭ সালের ডিসেম্বরে দিল্লিতে তাঁর শেষ টেস্ট খেলেছিলেন বিরাট কোহলি। যে টেস্টে ২৪৩ রান করেছিলেন তিনি।