আরসিবির (RCB) অধিনায়কত্ব ছেড়েছেন ঠিক কথাই। কিন্তু, তাই বলে নিজের 'দায়িত্ব' থেকে অবসর নেননি বিরাট কোহলি (Virat Kohli)। তিনি মনে করেন, দলকে চালনার জন্য যে নেতার প্রয়োজন হয়, তেমনটা তিনি নেতৃত্ব ছাড়ার পরেও দিব্যি করে যেতে পারেন।
ফ্র্যাঞ্চাইজির ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য দেওয়া একটি সাক্ষাৎকারে কোহলি (Virat Kohli) বলেন, দলের পাশে দাঁড়াতে তিনি সবসময়ই গর্ব অনুভব করেন।
আরও পড়ুন: বেসরকারিকরণের প্রতিবাদে টানা দু'দিন ব্যাঙ্ক ধর্মঘট, সমস্যায় পড়বেন সাধারণ গ্রাহকরা
তাঁর কথায়, "নেতৃত্ব ছেড়ে দিলেও আপনি নিজের ভিতরের নেতৃসত্ত্বাকে একিভাবে জাগিয়ে রেখে দলকে সাফল্যের পথে এগোনোর জন্য উদ্বুদ্ধ করতে পারেন"।
নতুন অধিনায়ক ফাফ দু'প্লেসির নেতৃত্বে খেলার জন্য যে তিনি মুখিয়ে আছেন, তাও খোলসা করে দেন বিরাট কোহলি (Virat Kohli)।
তিনি বলেন, "বহু মানুষকেই এই পরিবর্তনটা তখন দেখতে হয়, যখন তাঁরা সিস্টেমটা থেকেই বেরিয়ে গিয়েছেন। আমি ভাগ্যবান যে এটা এমন সময় আমার চোখের সামনে ঘটল, যখন আমি নিজেই এই গোটা সিস্টেমটার অংশ"।
প্রসঙ্গত, আইপিএলের (IPL 2022) ১৫টি পর্বেই একই দলের হয়ে খেলার 'রেকর্ড' যে গুটিকয়েক ক্রিকেটারের রয়েছে তাঁদের মধ্যে প্রথমদিকেই থাকবে কোহলির নাম। গত বছরই তিনি ঘোষণা করেছিলেন, অবসরগ্রহণ না করা পর্যন্ত আরসিবি-র হয়েই আইপিএল খেলবেন তিনি।