বেশ কিছুদিন পর আবারও চেনা ছন্দে বিরাট কোহলি (Virat Kohli)। দারুণ ব্যাট করে টিমকে জিতিয়েছেন তিনি। তারপরেই বিরাট জানালেন, দলের হয়ে ভালো পারফর্ম করতে পেরে তিনি তৃপ্ত। দলের খেলায় অবদান রাখতে না পেরে যন্ত্রণায় ছিলেন তিনি।
ম্যাচের সেরা হয়েছেন কোহলি। ম্যান অফ দ্য ম্যাচের (Man of the match) পুরস্কার নিয়ে তিনি জানান, এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তাঁকে ভাল খেলতেই হত। বিরাট জানান, তিনি দলের হয়ে অবদান রাখতে পারছিলেন না, দলকে জেতাতে পারছিলেন না, এই ব্যাপারটা তাঁকে হতাশ করে তুলেছিল। পরিসংখ্যান নিয়ে অত ভাবি না। বিরাটের কথায়, "দলকে জেতাতে না পারলে বেশি চিন্তায় পড়ি। এমন একটা ম্যাচ ছিল যেখানে দলের হয়ে ম্যাচে একটা প্রভাব ফেলতে পেরেছি। এই জয় দলকে একটা ভাল জায়গায় নিয়ে গেল।"
৩ রানে হার রোহিত ব্রিগেডের, জিতে প্লে-অফের লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদ
বিরাট (Virat Kohli) আরও জানান, তিনি শান্ত এবং খোলামনে ছিলেন। মহম্মদ শামির বলে প্রথম শট মারার সময়েই বুঝে গিয়েছিলেন যে, বোলারদের মাথার উপর দিয়ে আজ শট খেলতে পারছেন। বিরাট জানান, তিনি বুঝতে পেরেছিলেন ব্যাটে রান আসতে চলেছে।
বিরাটের দাপটে গুজরাট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে আরসিবি। ৫৪ বলে ৭৩ রান করেছেন বিরাট।