তিনি যেখানেই পা ফেলেন, অচিরেই হয়ে ওঠেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ক্ষেত্রে এর অন্যথা হল না বেঙ্গালুরুতেও। বেঙ্গালুরুর ইউনিবার্সিটি ক্যাম্পাসে বিরাট কোহলি পা রাখতেই চারপাশ থেকে ভেসে এল তীব্র উল্লাসের ধ্বনি। শুধু ইউনিভার্সিটির পড়ুয়ারাই নন। বিরাট কোহলিকে দেখে উচ্ছ্বাস আটকাতে পারলেন না নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরাও! এশিয়া কাপের ক্যাম্পে ভারতীয় তারকাকে দেখে কার্যত যেন নিজেদের দায়িত্ব ভুলেই আবেগে ভাসলেন তাঁরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার ১৭.২ ইয়ো-ইয়ো টেস্ট পূর্ণ করলেন বিরাট। যা শুধু ভারতের নয়, আন্তর্জাতিক মঞ্চেও একটি বিশেষ রেকর্ড। যদিও, তা নিয়ে ক্ষুব্ধ বোর্ড। শুধু তাঁকেই নয়, এমনভাবে এই টেস্টের রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় দেওয়ার 'ভুল' যেন আর কোনও ক্রিকেটার কখনওই না করেন, সে বিষয়ে দলের সঙ্গে যুক্ত সবার কাছে কড়া বার্তা পাঠিয়েছে বোর্ড।