কে হবেন ভারতীয় দলের কোচ? তা নিয়ে জল্পনা তুঙ্গে। আইপিএলের ফাইনাল শেষ হওয়ার পরেই গৌতম গম্ভীরের সঙ্গে জয় শাহের আলাপচারিতা সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। এবার ভারতীয় দলের ভবিষ্যৎ কোচের তালিকায় যোগ হল নতুন একটি নাম। তিনি আর কেউ নন, ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি! তাঁর নাম যিনি প্রস্তাব করেছেন, সেই রাজকুমার শর্মা আবার বিরাট কোহলির কেরিয়ারের শুরুর দিকের কোচ।
ইন্ডিয়া নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি প্রথম ধোনি'র নামটা তোলেন। তাঁর কথায়, "পরবর্তী ভারতীয় কোচ কে হবেন, তা দেখার জন্য আরও সকলের মতোই আমিও উদগ্রীব হয়ে আছি। আমি শুধু চাই, যিনিই এই পদে আসুন, তিনি যেন ভারতীয় হন। ধোনি যদি অবসর নিয়ে নেন, তাহলে এই পদের জন্য তিনি নিজেই সবথেকে ভাল পছন্দ হতে পারেন। এই ভারতীয় দলকে হাতের তালুর মতো চেনেন তিনি। নিজেও বিশ্বকাপ সহ বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জিতিয়েছেন দেশকে"।
উল্লেখ্য, সোমবার, ২৭ মে আবেদনপত্র গ্রহণের শেষদিন ছিল। বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড় আর ওই পদের জন্য আবেদন করছেন না বলে জানা গিয়েছে। তিনি এই পদ থেকে সরে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলে জানিয়েছিলেন। ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের পরেই অবসর নেবেন দ্রাবিড়।