পাকিস্তানের (Ind VS Pak Asia Cup) বিরুদ্ধে বহু বছর পর আবার চেনা বিরাট । প্রায় ৯ বছর পর শতরান কোহলির (Virat Kohli) । ব্যাট হাতে একের পর এক চার,ছয় হাঁকালেন । সেইসঙ্গে রেকর্ড ভাঙলেন, গড়লেন । এবারও খালি হাতে ফেরাল না প্রেমদাসা । এই স্টেডিয়ামের চার নম্বর ম্যাচেও একশো করেই ফিরলেন তিনি । উপরি পাওনা আবার একদিনের ক্রিকেটে ১৩ হাজার রান ।
পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে সেভাবে রান পাননি কোহলি । তবে, এদিনের ম্যাচে আবারও সেই আগ্রাসী ব্যাটিং । সোমবার রিজার্ভ ডে শুরু করেছিলেন ৮ রানে । শুরু থেকেই ঠেকানো যাচ্ছিল না কোহলিকে । কে এল রাহুলের সঙ্গে জুটি বেঁধে ব্যাটে ঝড় তোলেন কোহলি । এদিন, শেষ পর্যন্ত ১২২ রানে অপরাজিত থাকেন কোহলি । সোমবারের ম্যাচের পর ২৭৭ ইনিংসে ১৩ হাজার রান করলেন কোহলি। শচিনের রেকর্ড ভেঙে দিলেন । এছাড়া, একদিনের ক্রিকেটে ৪৭ তম শতরান হল কোহলির ।
আরও পড়ুন, India Vs Pakistan : বিরাট-রাহুলের শতরান, পাকিস্তানের সামনে ৩৫৭ রানের টার্গেট রাখল ভারত
শুধু তাই নয়, আরও একটা নজির গড়েছেন কোহলি । প্রেমদাসা স্টেডিয়ামে এই নিয়ে চতুর্থ ম্যাচ খেললেন আর টানা চারটে ম্যাচেই ১০০ রান । প্রথম তিনটি ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ।
উল্লেখ্য, বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের জোড়া শতরানে এশিয়া কাপে পাকিস্তানের সামনে ৩৫৭ রানের টার্গেট রেখেছে ভারত। সোমবার প্রেমাদাসায় ১২২ রানে অপরাজিত বিরাট কোহলি। উল্টো দিকে ১১১ রানে অপরাজিত লোকেশ রাহুল। ৫০ ওভারের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের স্কোর ২ উইকেটে ৩৫৬ রান। এদিন রাহুল এবং বিরাটের মধ্য়ে ২৩৩ রানের পার্টনারশিপ হয়। তাঁদের ব্যাটেই ভেঙে গেল ২৭ বছর আগের রেকর্ড।