বিরাট ম্যাচে, কাজ করেছে বিরাট ম্যাজিক| সারা টুর্নামেন্ট তাঁর ফর্ম নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক| কিন্তু ফাইনালে ব্যাট হাতে ভারতবাসীর মন জিতে নিয়েছেন কিং | টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান শিকারি বিরাট, জয়ের পর আজই ট্রফি কাঁধে নিয়ে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া | রাজধানীতে পা রেখেই, মেন ইন ব্লু পৌঁছে গিয়েছিল হোটেলে| সেখানেই পরিবারের সঙ্গে দেখা করেন ক্রিকেটাররা| হোটেলে বিরাটের সঙ্গে দেখা করতে পৌঁছেছিলেন তাঁর পরিবার |
সেই আবেগের ছবি প্রকাশ করেছেন বিরাটের বোন ভাবনা কোহলি ঢিংরা| অনুষ্কা আসতে পারেননি, কিন্তু বিরাটের বোনের পোস্টে রিয়াক্ট করেছেন কোহলি ঘরণী| দিদি ভাগ্নে, ভাগ্নি সকলের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন কিং |