জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু'ম্যাচের টি-২০ সিরিজে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ কোচ হতে চলেছেন ভারতীয় দলের। সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর না হওয়ার পঞ্চম টেস্ট এবং তারপর ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দলের কোচ থাকবেন রাহুল দ্রাবিড়ই। আয়ারল্যান্ডের সঙ্গে টি-২০ সিরিজে দ্রাবিড়কে পাওয়া যাবে না। সেই কারণেই তাঁর স্থান ভরাট করবেন তাঁর এক সময়ের সতীর্থ বঙ্গীপুরম ভেঙ্কটসাই লক্ষ্মণ।
চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সিরিজ ও আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করতে পারে নির্বাচকদের কমিটি। ভারতীয় দলের টেস্ট স্কোয়াড ইংল্যান্ড সফরের জন্য যাত্রা করবে আগামী ১৫ জুন।
গত বছর ঠিক এমনই পরিস্থিতিতে পড়েছিল ভারতীয় দল। তখন ওয়ান ডে দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন শিখর ধাওয়ান ও কোচ ছিলেন রাহুল দ্রাবিড় এবং ইংল্যান্ডে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী ও অধিনায়ক ছিলেন বিরাট কোহলি।