পশ্চিমবঙ্গের ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। যে সমস্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ছিল, রবিবার রাতে সেইসব বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দীর্ঘদিন ধরে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে প্রশাসনিক কাজ বাধাপ্রাপ্ত হচ্ছিল।
পড়ুয়ারাও ডিগ্রির সার্টিফিকেট পাচ্ছিলেন না বলে অভিযোগ উঠেছিল। রাজভবনের তরফে জানানো হয়েছিল ওই বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালই উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করবেন। রাজ্যপাল একই সঙ্গে আচার্য এবং উপাচার্যের দায়িত্ব কীভাবে সামলাতে পারেন, এমন প্রশ্নও উঠছিল। তারই মাঝে এল উপাচার্য নিয়োগের খবর।
শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচার্যের পর সার্বভৌম অধিকর্তা উপাচার্য। সরকারি নির্দেশে একমাত্র উপাচার্য অনুমোদন দিলেই তা মান্যতা পাবে।