ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কার্যত গুটিয়ে গেল ভারত। প্রাথমিক ভাবে মনে হয়েছিল দ্বিতীয় একদিনের ম্যাচ ও হাসতে হাসতে বের করে দেবে ঈশান কিশন, হার্দিক পান্ডিয়ারা। দ্বিতীয় দিনের ম্যাচে, কিন্তু ৬ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজের সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। ১৮২ রান তাড়া করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বাকিদের কাঁধে দায়িত্ব দিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছিল ভারত। সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন ও অক্ষর পটেল। কিন্তু ঈশানের অর্ধ শতরানের পরেই নামে বিপর্যয়।
India Vs West Indies : বিশ্রামে রোহিত-বিরাট, বার্বেডোজে নেতা হার্দিকের ভারত অল-আউট ১৮১ রানে
৩৪ রানের মাথায় স্পিনার গুডাকেশ মোতির বলে ছক্কা মারতে গিয়ে লং অফে আউট হন শুভমন। ৫ রান পরেই আউট হন ঈশান। বল হাতে ক্রমেই বাড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের দাপট। ৪০.৫ ওভারে ১৮১ রানে অল আউট হয়ে যায় ভারত।