দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অষ্টমবার ফাইনালে অস্ট্রেলিয়া । আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে জোর টক্কর । ভারত বনাম অস্ট্রেলিয়া । ২০ বছর ফের মুখোমুখি হবে দুই দেশ । তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কী বললেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক ? ইডেনের সেমিফাইনাল থেকে আহমেদাবাদের ফাইনাল...কোনও প্রসঙ্গই বাদ দিলেন না তিনি ।
শেষের দিকে একটু চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া । সেইসময় কী মনে হচ্ছিল ?
"আমি মনে করি, অবশ্যই বেশ খারাপ উইকেট ছিল । আমার অনুমান, গোটা ম্যাচেই দুই দলের জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি হয় । তাই, আমি বেশ শান্ত ছিলাম। আমার মনে হয় প্যাটি (কামিন্স)ও বেশ শান্ত ছিল । আর আমরা যখন জয়ের বেশ কাছাকাছি ছিলাম, তখন আমাদের হাতে অনেক সময় ছিল । তাই, অতীতকে পিছনে ফেলে ফাইনালে উঠতে পেরে ভাল লাগছে । '"
ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছেন । এরকম একটা টুর্নামেন্ট খেলতে পেরে কেমন লাগছে কামিন্সের ?
প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি হ্যাজলউডের প্রশংসা করেছেন । ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নারের কথাও উল্লেখ করেছিলেন । তিনি মনে করেন, ম্যাচে শুধু তাঁর খেলা নয়, বিভিন্ন মুহূর্তে এরকম বহুজনের খেলা নিয়ে আলোচনা করা যাবে ।
ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলবেন। রোহিত শর্মা ও শুভমান গিল দুর্দান্ত ওপেনিং করছেন । ভারতীয় ওপেনারদের মোকাবিলা করতে কতটা মুখিয়ে আছেন মিচেল ?
'বিশ্বকাপের ব্যাপারটা এমনই । বিশ্বকাপ জিততে গেলে সেরাদের বিরুদ্ধে ভাল খেলতেই হবে। ভারত যে অপরাজিত, সেটা অস্বীকার করার জায়গা নেই । প্রথম ম্যাচে আমাদের দেখা হয়েছিল। এ বার শেষ ম্যাচেও দেখা হতে চলেছে ।'