রোনাল্ডর (Cristiano Ronaldo) মাথায় ঝুলছে নির্বাসনের খাঁড়া। সেই শাস্তির অভিশাপ চুকিয়ে কবে সৌদি আরবের (Saudi arabia) ক্লাব আল নাসেরের (Al-Nassr) হয়ে মাঠে নামবেন তিনি, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ফুটবলপ্রেমীদের মুখে মুখে। অবশেষে প্রকাশ্যে এল তারিখ। আগামী ২২ জানুয়ারি আল নাসেরের হয়ে প্রথমবার মাঠে নামতে পারেন CR7।
রোনাল্ডর নির্বাসনের জেরে ২ টি ম্যাচে তিনি খেলতে পারবেন না। অর্থাৎ এএফপি সূত্রে খবর, শুক্রবার আল তাইয়ের বিরুদ্ধে একটি ম্যাচ হয়ে গিয়েছে রোনাল্ডকে ছাড়া এবং আগামী ১৪ তারিখে আল শাবাবের বিরুদ্ধেও খেলছেন না CR7। এরপর ২২ জানুয়ারি এত্তিফাকের বিরুদ্ধে ম্যাচ আল নাসেরের, সেই ম্যাচেই নতুন ক্লাবে অভিষেক হওয়ার কথা রোনাল্ডর৷